modern sanskrit এর পক্ষ থেকে সকলকে অগ্রিম ধন্যবাদ । উচ্চ মাধ্যমিক সংস্কৃত – একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দ্বাদশ শ্রেণী সংস্কৃত গঙ্গাস্ত্রোত্রম্ – দেবী গঙ্গার স্তুতি বা মাহাত্ম্য বর্ণনা উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরীক্ষা (higher secondary / hs exam / wbchse – west bengal council of higher secondary / hs class 12th / class xii / uccha madhyamik pariksha) পরীক্ষার প্রস্তুতিমূলক higher secondary sanskrit long short mcq notes তৈরি করা হয়েছে ।
তোমার পাঠ্যাংশে উদ্ধৃত ‘গঙ্গাস্ত্রোত্রম্’ কবিতার সারসংক্ষেপ লেখ?
অথবা,
‘‘দেবি সুরশ্বরি ভগবতি গঙ্গে’’। কবি গঙ্গা সম্পর্কে যে প্রশংসাসূচক বাক্য পাঠ্যাংশে উদ্ধৃত হয়েছে তা আলোচনা কর?
অথবা,
গঙ্গাস্ত্রোত্রম্ দেবী গঙ্গার স্তুতি বা মাহাত্ম্য বর্ণনা কর?
প্রসিদ্ধ দার্শনিক ও কবি শঙ্করাচার্য বিরচিত ‘গঙ্গাস্ত্রোত্রম্’ এ প্রথমেই
‘‘দেবি সুরেশ্ররি ভগবতি গঙ্গে’’
-গঙ্গাস্ত্রোত্রম্
ইত্যাদি উক্তির মাধ্যমে গঙ্গাদেবীর স্তুতি বা মাহাত্ম্য কীর্তন করা হয়েছে। সেই স্তুতিবাক্যগুলিকে নিম্ন সংক্ষেপে আলোচনা করা হল।
গঙ্গাদেবী দেবতার ঈশ্বরী, ষড়ৈশ্বর্যগুণের অধিকারিণী, ত্রিভুবনের রক্ষাকর্ত্রী, চঞ্চলতরঙ্গময়ী, শঙ্করমৌলিবিহারিণি অর্থাত মহাদেবের মাথায় বিচরণকারিণি। ভাগীরথীর মাহাত্ম্য কীর্তন করে বলা হয়েছে
‘‘তব জলমহিমা নিগমে খ্যাত:। নাহং জানে তব মহিমানং পাহি কৃপাময়ি মামজ্ঞানম্’’।
-গঙ্গাস্ত্রোত্রম্
অর্থাত তোমার জলের মহিমা বেদ ইত্যাদিতে প্রসিদ্ধ। কিন্তু শঙ্করাচার্য তা জানেন না। তাই জ্ঞানহীন শঙ্করকে রক্ষা করুন।
শ্রীহরির চরণপদ্ম থেকে নির্গতা শুভ্রতারঙ্গিনি দেবীর নিকট কবি আকৃতি জানিয়েছেন যে, তিনি যেন তার দুষ্কর্মের ভার দুর করেন ও সংসার সমুদ্র পার করে দেন।
-গঙ্গাস্ত্রোত্রম্
‘‘দুরীকুরু মম দুস্কৃতিভারং কুরু কৃপায়া ভবসাগরপারম্।’’
গঙ্গার নির্মল জল যিনি পান করেন তিনি সর্বশ্রেষ্ঠ স্থান লাভ করেন। গঙ্গাদেবীর ভক্তকেও যম কখনও স্পর্শ করতে পারে না। তিনি কখনও শোকগ্রস্ত হন না। কারণ তিনি কল্পলতার মতো ফল প্রদায়িনী।
গঙ্গাদেবী জহ্নমুনির কন্যা ও ভীষ্মদেবের মাতা এবং ত্রিভুবন শ্রেষ্ঠা। দেবরাজ ইন্দ্রও তাঁকে প্রণাম করেন। কবি গঙ্গাদেবীর কাছে নিজের রোগ, শোক, তাপ, পাপ সমস্ত দুর্মতি দুর করার প্রার্থনা করেছেন।
-গঙ্গাস্ত্রোত্রম্
‘‘রোগং শোকং তাপং পাপং হর মে ভববতি কুমতিকলাপম্।’’
আরও বলা হয়েছে আনন্দরূপিনি গঙ্গার তীরে যিনি বাস করেন তিনি বৈকুষ্ঠপুরীতে বাস করার আনন্দ অনুভব করেন।
উচ্চ মাধ্যমিক সংস্কৃত – একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দ্বাদশ শ্রেণী সংস্কৃত গঙ্গাস্ত্রোত্রম্ – দেবী গঙ্গার স্তুতি বা মাহাত্ম্য বর্ণনা
উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরীক্ষার প্রস্তুতিমূলক sanskrit long short mcq notes তৈরি করা হয়েছে ।
Discussion about this post