রূপক অলংকার
Metaphorical ornaments
লক্ষণ:- আচার্য বিশ্বনাথ কবিরাজ তার ” সাহিত্যদর্পণ ” গ্রন্থের দশম পরিচ্ছেদে রূপক অলংকারের লক্ষণ প্রসঙ্গে বলেছেন-
“রূপকং রূপিতরোপ : বিষয়ে নিরপহ্নবে”।
অর্থ:- অপহ্নব বর্জিত অর্থাৎ উপমেয়কে নিষেধ না করে যদি উপমানের উপর উপমেয়ের অভেদ আরোপ করা হয়, তার ফলে যে অলংকার হয়,তাকে রূপক অলংকার বলে।
ব্যাখ্যা:- কারিকায় “রূপিত” পদের দ্বারা “পরিণাম” অলংকার থেকে রূপককে পৃথক করা হয়েছে এবং “নিরপহ্নবে” শব্দের দ্বারা “অপহ্নতি” অলংকার থেকে পৃথক করা হয়েছে।
উদাহরণ:-
“আহবে জগদুদ্দন্ড! রাজমন্ডলরাহবে।
শ্রীনৃসিংহমহীপাল! স্বস্ত্যস্তু তব বাহবে।।”
শ্লোকার্থ:- হে দুষ্টদের দন্ডদানকারী শ্রীনৃসিংহ মহীপাল ! যুদ্ধে বিপক্ষ রাজাদের চন্দ্রস্বরূপ ধ্বংসের কারন হেতু রাহুর ন্যায় আপনার দুই বাহুর জয় হোক।
তাৎপর্য:- অর্থাৎ, এখানে চন্দ্রের সঙ্গে বিপক্ষ রাজাদের এবং রাহুর সঙ্গে রাজা শ্রীনৃসিংহ মহীপালের দুই বাহুর তুলনা করা হয়েছে।সেই হেতু উপমানের উপর উপমেয়ের অভেদ আরোপ করা হয়েছে। তাই রূপক অলংকারের সংজ্ঞাকে যথাযথভাবে মেনে চলাই উক্ত উদাহরণটি রূপক অলংকারের প্রকৃষ্ট উদাহরণ হয়েছে।
Go to youtube channel – modern sanskrit and watch vedio.
Discussion about this post