অলংকার সম্পর্কে প্রাথমিক ধারণা ( Shorts Notes ) Modern sanskrit
১. অলংকার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল- অলম্-√কৃ+ঘঞ্ প্রত্যয় যোগে অলংকার শব্দটির নিষ্পন্ন হয়েছে। এর ব্যুৎপত্তিগত অর্থ হল-যার দ্বারা কাব্যশরীর অলংকৃত করা হয়, তাকে অলংকার বলে। Modern sanskrit
২. অলংকার শব্দের অর্থ হল- সৌন্দর্য্য বা যা ভূষিত করে।
৩. অলংকার হল-২ প্রকার।যথা- শব্দালংকার ও অর্থালংকার।
৪. শব্দালংকার :- যে অলংকার আশ্রয়ে সৃষ্ট ও শব্দের উপর নির্ভরশীল ,তাকে শব্দালংকার বলে।উদা:- অনুপ্রাস, যমক প্রভৃতি
৫. অর্থালংকার:- যে অলংকার অর্থের আশ্রয়ে সৃষ্ট ও অর্থের উপর নির্ভরশীল ,তাকে অর্থালংকার বলে।উদা:- দীপক,রূপক,উপমা
প্রভৃতি।
অলংকার সম্পর্কে প্রাথমিক ধারণা ( Shorts Notes )
Discussion about this post