ক্ষেমীশ্বর: ছোট প্রশ্ন ও উত্তর

সংস্কৃত সাহিত্যের ইতিহাস ক্ষেমীশ্বর (খৃঃ একাদশ শতক) (Kshemishwar) ছোট প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল ।

ক্ষেমীশ্বর ছোট প্রশ্ন ও উত্তর

চন্ডকৌশিকম্ রচয়িতা আচার্য ক্ষেমীশ্বর
চন্ডকৌশিকম্ কাব্যনাটক শ্রেনীর দৃশ্যকাব্য
অঙ্কপাঁচ

1) আচার্য ক্ষেমীশ্বর রচিত দৃশ‍্যকাব‍্যটির নাম কি এটি কোন শ্রেনীর রচনা


উঃ- ক্ষেমীশ্বর রচিত রচিত দৃশ্য কাব্যটির নাম চন্ডকৌশিকম্। চন্ডকৌশিকম্ পাঁচ অঙ্কে রচিত  নাটক শ্রেনীর দৃশ্যকাব্য।

2) চন্ডকৌশিকম্ এরূপ নামের কারন কি?


উঃ- এই নাটকের অন্যতম প্রধান চরিত্র ঋষি বিশ্বামিত্র।তিনি কুশিক গোত্রোৎপন্ন বলে তাঁর অপর নাম কৌশিক। চন্ড শব্দের অর্থ ক্রূদ্ধ। অতএব চন্ডকৌশিকম্ নামের অর্থ ক্রূদ্ধ বিশ্বামিত্র।

৩) চন্ডকৌশিকম্ নাটকের সংক্ষিপ্ত বিষয়বস্তু উল্লেখ কর।


স্বভাব কোপন ঋষি বিশ্বামিত্র এবং অসহায় রাজা হরিশচন্দ্রের বহুল প্রচলিত কাহিনী নিয়ে রচিত।এই নাটকের কোনো উল্লেখ্য নাটকীয় বৈশিষ্ট্য নেই বরং আবেগময় শ্লোকের প্রাচুর্য আছে। ফলে রচনাটি নাটক হিসেবে সফল ও সার্থক নয।

সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্যান্য ছোট প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেখুন

Comments