উচ্চ মাধ্যমিক ( wbbchse ) সংস্কৃত দ্বাদশ শ্রেণীর অন্তর্গত আর্যাবর্তবর্ণনম্ পাঠ্যাংশের বড় প্রশ্ন ( Sanskrit Long Notes ) আলোচনা করা হয়েছে । )
উচ্চ মাধ্যমিক সংস্কৃত দ্বাদশ শ্রেণীর Sanskrit Long Notes – আর্যাবর্তবর্ণনম্
কথং চোসৌ স্বর্গান্ন বিশিষ্যতে’। কবি ত্রিবিক্রমভট্টের এই উক্তির সার্থকথা প্রমাণ কর?
অথবা,
‘‘কথং চাসৌ স্বগান্ন বিশিষ্যতে’’। স্বর্গের তুলনায় কোন্ দেশটি শ্রেষ্ঠ এবং কেন তা যুক্তিসহ লেখ?
অথবা,
আর্যাবর্ত দেশটি কীভাবে স্বর্গকে ছাপিয়ে গেছে তা ত্রিবিক্রমভট্টের বক্তব্য অনুসারে আলোচনা কর?
অথবা,
‘আর্যাবর্তবর্ণনম্’ অনুসারে স্বর্গ ও আর্যাবর্তের তুলনা করে আর্যাবর্তের বিশিষ্টতা প্রতিপাদন কর?
উত্তর : ভূমিকা :
চম্পূকাব্য জগতে অন্যতম সুনিপুন মালাকার হলেন করি ত্রিবিক্রমভট্ট। ‘নলচম্পূ’ কাব্যের প্রথম উচ্ছ¡াস আর্যাবর্তবর্ণনম্ অংশে ভঙ্গশ্লেষ অলংকারের মাধ্যমে স্বর্গের তুলনায় আর্যাবর্ত দেশটি শ্রেষ্ঠ বলে প্রতিপাদন করেছেন।
কবির মত অনুসারে আর্যাবর্ত দেশটি কেন শ্রেষ্ঠ তা নিম্নে পরিবেশন করা হল
১। গৌর্যঃ স্ক্রিয়ঃ
স্বর্গে মাত্র একজন গৌরি অর্থাৎ মহাদেবী পার্বতী রয়েছেন। কিন্তু আর্যাবর্তের প্রতি গৃহে গৌর বর্ণা নারী রয়েছেন।
২। মহেশ্বরো লোক:
স্বর্গে কেবলমাত্র একজন মহেশ্বর অর্থাৎ দেবাদিদেব মহাদেব রয়েছেন। কিন্তু আর্যাবর্তের ঘরে ঘরে ‘মহেশ্বর লোক:’ অর্থাৎ মহান ও অতিসমৃদ্ধ লেকজন রয়েছেন।
৩। সশ্রীকা হরয়ঃ
স্বর্গলোকে হরি অর্থাৎ বিষণুদেবতা মাত্র একজনি রয়েছেন। কিন্তু আর্যাবর্তের প্রতিটি গৃহে ‘সশ্রীকা হরয়ঃ’ অর্থাৎ সুন্দর সুন্দর ঘোড়া রয়েছে।
৪। ধনদা:
স্বর্গে ‘ধনদা:’ অর্থাৎ ধনপতি কুবের মাত্র একজনই রয়েছেন। কিন্তু আর্যাবর্তে অসংখ্য ধনী ব্যক্তি রয়েছেন যারা বিভিন্ন স্থানে অর্থসম্পদ দান করেন।
৫। সুরাধিপ:
সুর শব্দের অর্থ দেবতা। সুতরাং ‘গুরাধিপ:’ বলতে দেবরাজ ইন্দ্রকে বোঝায়। কিন্তু আর্যাবর্তে সুরাধিপ অর্থাৎ মদ্যপায়ী রাজা নেই।
৬। বিনায়ক :
স্বর্গে ‘বিনায়ক:’ অর্থাৎ সিদ্ধি দাতা গণেশ থাকলেও আর্যাবর্তে কোনো বিনায়ক বা বিরোধী নায়ক (শত্রু) নেই।
মূল্যায়ণ :
উপরিউক্ত যুক্তিগুলির মাধ্যমে সহজেই বলা চলে যে, আর্যাবর্ত দেশটি পুন্যতম, সকলের প্রিয় এবং স্বর্গের তুলনায় শ্রেষ্ঠ স্থান লাভ করেছে।
………..THE END ………..
MODERNSANSKRIT এর পক্ষ থেকে সকলকে অগ্রিম ধন্যবাদ । আর্যাবর্তবর্ণনম্
উচ্চ মাধ্যমিক সংস্কৃত – একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary / HS Exam / wbbchse – West Bengal Council of Higher Secondary Sanskrit / HS Class 12th / Class XII / Uccha Madhyamik Pariksha) এবং বিভিন্ন চাকরির ( WBSSC , SLST WBCSSC , NET , TET SET ) পরীক্ষার প্রস্তুতিমূলক LONG SHORT MCQ NOTES তৈরি করা হয়েছে ।
www.modernsanskrit.com/ এর পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরীক্ষা (দ্বাদশ শ্রেণী) প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Higher Secondary sanskrit Suggestion / wbbchse – West Bengal Council of Higher Secondary Education / HS Class 12th sanskrit / Class XII Sanskrit / Uccha Madhyamik Pariksha / HS Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / FREE PDF Download) উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরীক্ষা ( দ্বাদশ শ্রেণীর ) প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Higher Secondary sanskrit Suggestion / wbbchse – West Bengal Council of Higher Secondary Education / HS Class 12th sanskrit / Class XII sanskrit / Uccha Madhyamik Pariksha / HS Exam Guide / Sanskrit Long Notes MCQ , Short , Descriptive Type Question and Answer / FREE PDF Download) দেওয়া হয়েছে ।
Discussion about this post