উচ্চ মাধ্যমিক সংস্কৃত কারক বিভক্তি সাজেশন

উচ্চ মাধ্যমিক সংস্কৃত কারক বিভক্তি সাজেশন দেওয়া হল। যে গুলো সাধারনত উচ্চ মাধ্যমিক পরীক্ষা তে আসে তা তুলে ধরলাম । Uchcho Madhyomik sanskrit case ending suggestion.

উচ্চ মাধ্যমিক সংস্কৃত কারক ও বিভক্তি

প্রথমা বিভক্তির উদাহরণ

  1. স্থালী পচতি।

উঃ-স্বতন্ত্র কর্তায় প্রথমা।

2. শিশুঃ ক্রীড়তি।

উঃ-স্বতন্ত্র কর্তায় প্রথমা।

3.বালকঃ চন্দ্রং পশ্যতি।

উঃ-স্বতন্ত্র কর্তায় প্রথমা।

4.মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি।

উঃ-প্রযোজক কর্তায় প্রথমা।

5.প্রভুঃ ভৃত্যেন কার্যং কারয়তি।

উঃ-প্রযোজক কর্তায় প্রথমা।

6.মাতা কন্যয়া ওদনং পাচয়তি।

উঃ-প্রযোজক কর্তায় প্রথমা।

7.মুনিঃ শিষ্যং গ্রামং গময়তি।

উঃ- প্রযোজক কর্তায় প্রথমা।

8.বালিকয়া পুষ্পং দৃশ্যতে।

উঃ-উক্তকর্মে প্রথমা।

9.বালিকয়া হরিণী দৃশ্যতে।

উঃ-উক্তকর্মে প্রথমা।

10.শিশুনা চন্দ্রঃ দৃশ্যতে।

উঃ-উক্তকর্মে প্রথমা।

11.বালকেন চন্দ্রঃ দৃশ্যতে।

উঃ-উক্তকর্মে প্রথমা।

12.অম্ব! দেহি অম্বু তৃষ্ণার্তায়।

উঃ-সম্বোধনে প্রথমা।

13.কর্ণঃ দাতা ইতি বিশ্রুতঃ।

উঃ-‘ইতি’ অব্যয়যোগে প্রথমা।

14.দশরথঃ ইতি নৃপতিরাসীৎ।

উঃ- ‘ইতি’ অব্যয়যোগে প্রথমা।

দ্বিতীয়া বিভক্তির উদাহরণ

1.বালকঃ পুস্তকং পঠতি।

উঃ-ঈপ্সিততম কর্মে দ্বিতীয়া।

2.পয়সা ওদনং ভুঙ্ক্তে।

উঃ-ঈপ্সিততম কর্মে দ্বিতীয়া।

3.মুক্তয়ে হরিং ভজতি।

উঃ-ঈপ্সিততম কর্মে দ্বিতীয়া।

4.গৃহং গচ্ছন্ তৃণং স্পৃশতি।

উঃ-অনীপ্সিত কর্মে দ্বিতীয়া।

5.দুগ্ধং ভুঞ্জানো বিষং ভুঙ্ক্তে।

উঃ-অনীপ্সিত কর্মে দ্বিতীয়া।

6.নৃপঃ প্রাসাদম্ অধিতিষ্ঠতি।

উঃ-‘অধি’ পূর্বক ‘স্থা’ ধাতুর আধারে কর্মে দ্বিতীয়া।

7.হরিঃ বৈকুণ্ঠম্ অধ্যাস্তে।

উঃ-‘অধি’ পূর্বক ‘আস্’ ধাতুর আধারে কর্মে দ্বিতীয়া।

8.বনম্ উপবসতি সন্ন্যাসী।

উঃ-‘উপ’ পূর্বক ‘বস্’ ধাতুর আধারে কর্মে  দ্বিতীয়া।

9.কৃষ্ণঃ দ্বারকাম্ উপবসতি।

উঃ-‘উপ’ পূর্বক ‘বস্’ ধাতুর আধারে কর্মে দ্বিতীয়া।

10.বনম্ উপবসতি মুনিঃ।

উঃ-‘উপ’ পূর্বক ‘বস্’ ধাতুর আধারে কর্মে দ্বিতীয়া।

11.বৈকুণ্ঠম্ অনুবসতি বিষ্ণুঃ।

উঃ-‘অনু’ পূর্বক ‘বস্’ ধাতুর আধারে কর্মে দ্বিতীয়া।

12.শয্যামধিশেতে বালিকা।

উঃ-‘অধি’ পূর্বক ‘শী’ ধাতুর আধারে কর্মে দ্বিতীয়া।

13.বালকঃ কন্দুকং দীব্যতি।

উঃ-‘দিব্’ ধাতুর প্রয়োগে কর্মে দ্বিতীয়া।

14.প্রভুঃ ভৃত্যং প্রক্রুধ্যতি।

উঃ-‘ক্রুধ্’ ধাতু উপসর্গ যুক্ত হওয়ায় কর্মে দ্বিতীয়া।

15.বীরঃ শত্রুম্ অভিদ্রুহ্যতি।

উঃ-‘দ্রুহ্’ ধাতু উপসর্গ যুক্ত হওয়ায় কর্মে দ্বিতীয়া।

16.গোপঃ গাং দুগ্ধং দোগ্ধি।

উঃ-গৌণকর্মে দ্বিতীয়া।

17.বলিং যাচতে বসুধাম্।

উঃ-গৌণকর্মে দ্বিতীয়া।

18.গুরুং নমস্করোতি শিষ্যঃ।

উঃ-‘কৃ’ ধাতুর প্রয়োগে কর্মে দ্বিতীয়া।

19.বালিকা বৃক্ষং পুষ্পং চিনোতি।

উঃ-গৌণকর্মে দ্বিতীয়া।

20.দ্রুতং গচ্ছতি বালকঃ।

উঃ-ক্রিয়াবিশেষণে দ্বিতীয়া।

21.সা মধুরং গায়তি।

উঃ-ক্রিয়াবিশেষণে দ্বিতীয়া।

22.বালকঃ দ্রুতং গচ্ছতি।

উঃ- ক্রিয়াবিশেষণে দ্বিতীয়া।

23.বৃদ্ধঃ ধীরং গচ্ছতি।

উঃ- ক্রিয়াবিশেষণে দ্বিতীয়া।

24.অশ্বঃ দ্রুতং ধাবতি।

উঃ- ক্রিয়াবিশেষণে দ্বিতীয়া।

25.মাসং পঠতি পুস্তকম্।

উঃ-ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া।

 26.ক্রোশং গিরিস্তিষ্ঠতি।

উঃ-ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া।

27.কৃপণং ধিক্।

উঃ-‘ধিক্’ শব্দযোগে দ্বিতীয়া।

28.মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি।

উঃ-প্রযোজ্য কর্তায় দ্বিতীয়া।

29.দীনং প্রতি দয়া কর্তব্যা।

উঃ-‘প্রতি’ শব্দযোগে দ্বিতীয়া।

30.গ্রামং নিকষা নদী।

উঃ-‘নিকষা’ অব্যয়যোগে দ্বিতীয়া।

31.মাসং ব্যাকরণম্ অধীতে।

উঃ-ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া।

32.ক্রোশং কুটিলা নদী।

উঃ-ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া।

33.জপম্ অনু প্রাবর্ষৎ।

উঃ-‘অনু’ কর্মপ্রবচনীয় যোগে দ্বিতীয়া।

34.গ্রামম্ অভিতঃ নদী।

উঃ-‘অভিতঃ’ শব্দযোগে দ্বিতীয়া।

35.পৃথিবীং পরিতঃ নদী।

উঃ-‘পরিতঃ’ শব্দযোগে দ্বিতীয়া।

36.দীনং প্রতি দয়াং কুরু।

উঃ-‘প্রতি’ শব্দযোগে দ্বিতীয়া।

37.শ্রমং বিনা কিমপি ন সিধ্যতি।

উঃ-‘বিনা’ শব্দযোগে দ্বিতীয়া।

38.কাকেভ্যঃ মোদকং রক্ষ।

উঃ-ঈপ্সিততম কর্মে দ্বিতীয়া।

39.মৎস্যঃ জলং বিনা ন জীবতি।

উঃ-‘বিনা’ শব্দযোগে দ্বিতীয়া।

40.অতি দেবান্ কৃষ্ণঃ।

উঃ-‘অতি’ কর্মপ্রবচনীয় যোগে দ্বিতীয়া।

41.রাজা অক্ষান্ দীব্যতি।

উঃ-‘দিব্’ ধাতুর প্রয়োগে কর্মে দ্বিতীয়া।

তৃতীয়া বিভক্তির উদাহরণ

1.বিদ্যয়া বিনা জীবনং ব্যর্থম্।

উঃ-‘বিনা’ শব্দযোগে তৃতীয়া।

2.ভিক্ষুকঃ পাদেন খঞ্জঃ।

উঃ-অঙ্গবিকারে তৃতীয়া।

3.শোকেন দুঃখম্।

উঃ-হেতু অর্থে তৃতীয়া।

4.হর্ষেণ নৃত্যতি বালা।

উঃ-হেতু অর্থে তৃতীয়া।

5.ভয়েন কম্পতে বালিকা।

উঃ-হেতু অর্থে তৃতীয়া।

6.পুণ্যেন দৃষ্টো হরিঃ।

উঃ-হেতু অর্থে তৃতীয়া।

7.স বর্ষেণ ইদং পুস্তকম্ অপঠৎ।

উঃ- অপবর্গে তৃতীয়া।

8.শিশুঃপাদেন খঞ্জঃ।

উঃ-অঙ্গবিকারে তৃতীয়া।

9.দুঃখেন রোদিতি মাতা।

উঃ-হেতু অর্থে তৃতীয়া।

10.দুঃখেন রোদিতি বালা।

উঃ- হেতু অর্থে তৃতীয়া।

11.বালকঃ পাদেন খঞ্জঃ।

উঃ-অঙ্গবিকারে তৃতীয়া।        

12.শিশুনা চন্দ্রঃ দৃশ্যতে।

উঃ-অনুক্ত কর্তায় তৃতীয়া।

13.বালিকয়া হরিণী দৃশ্যতে।

উঃ-অনুক্ত কর্তায় তৃতীয়া।

14.বালিকয়া পুষ্পং দৃশ্যতে।

উঃ- অনুক্ত কর্তায় তৃতীয়া।

15.বালকেন চন্দ্রঃ দৃশ্যতে।

উঃ-অনুক্ত কর্তায় তৃতীয়া।

16.রামেণ বাণেন নিহতঃ বালী।

উঃ-অনুক্ত কর্তায় তৃতীয়া।

17.ছাত্রেণ পত্রং লিখ্যতে।

উঃ-অনুক্ত কর্তায় তৃতীয়া।

18.বাণেন নিহতো মৃগঃ।

উঃ-সাধকতম করণে তৃতীয়া।

19.যুবা কর্ণেন শৃণোতি।

উঃ-সাধকতম করণে তৃতীয়া।

20.কুঠারেণ কাষ্ঠং ছিনত্তি।

উঃ-সাধকতম করণে তৃতীয়া।

21.স স্বভাবেন সরলঃ।

উঃ-প্রকৃত্যাদি শব্দে তৃতীয়া।

22.সুখেন স্বপিতি।

উঃ-প্রকৃত্যাদি শব্দে তৃতীয়া।

23.প্রকৃত্যা চারুঃ।

উঃ-প্রকৃত্যাদি শব্দে তৃতীয়া।

24.দুঃখেন গচ্ছতি।

উঃ-প্রকৃত্যাদি শব্দে তৃতীয়া।

25.বেগেন ধাবতি যানম্।

উঃ-প্রকৃত্যাদি শব্দে তৃতীয়া।

26.স অক্ষৈঃ দীব্যতি।

উঃ-‘দিব্’ ধাতুর প্রয়োগে করণে তৃতীয়া।

27.স মাসেন ব্যাকরণম্ অধীতে।

উঃ-অপবর্গে তৃতীয়া।

28.ক্রোশেন গ্রন্থঃ অধীতঃ।

উঃ-অপবর্গে তৃতীয়া।

29.পিতা পুত্রেণ সহ গচ্ছতি।

উঃ-‘সহ’ শব্দযোগে তৃতীয়া।

30.রামেণ সাকং সীতা জগাম।

উঃ-‘সাকং’ শব্দযোগে তৃতীয়া।

31.পিতা পুত্রেণ গচ্ছতি।

উঃ-সহার্থে তৃতীয়া।

32.সহৈব দশভিঃ পুত্রৈঃ ভারং বহতি গর্দভঃ।

উঃ-‘সহ’ শব্দযোগে তৃতীয়া।

33.শিশুঃ চক্ষুষা কাণঃ।

উঃ-অঙ্গবিকারে তৃতীয়া।

34.বালকঃ পৃষ্ঠেন কুব্জঃ।

উঃ-অঙ্গবিকারে তৃতীয়া।

35.বপুষা চতুর্ভুজঃ নারায়ণঃ।

উঃ-অঙ্গবিকারে তৃতীয়া।

36.জটাভিঃ তাপসম্ অপশ্যম্।

উঃ-উপলক্ষণে তৃতীয়া।

37.পুস্তকেন ছাত্রং জানামি।

উঃ-উপলক্ষণে তৃতীয়া।

38.জ্ঞানেন মানম্।

উঃ-হেতু অর্থে তৃতীয়া।

39.প্রভুঃ ভৃত্যেন কার্যং কারয়তি।

উঃ-প্রযোজ্য কর্তায়তৃ তীয়া।

40.বিবাদেন অলম্।

উঃ-‘অলম্’ শব্দযোগে তৃতীয়া।

41.অর্থেন প্রয়োজনম্ অস্তি।

উঃ-‘প্রয়োজন’ শব্দযোগে তৃতীয়া।

42.বিদ্যয়া হীনঃ।

উঃ-‘হীন’ শব্দযোগে তৃতীয়া।

43.জ্ঞানেন হীনাঃ পশুভিঃ সমানাঃ।

উঃ-‘হীন’ শব্দযোগে তৃতীয়া।

44.স কর্ণেন বধিরঃ।

উঃ-অঙ্গবিকারে তৃতীয়া।

45.রামেণ রাবণো হতঃ।

উঃ-অনুক্ত কর্তায় তৃতীয়া।

46.বাণেন নিহতো মৃগঃ।

উঃ-সাধকতম করণে তৃতীয়া।

চতুর্থী বিভক্তির উদাহরণ

1.মশকায় ধূমঃ।

উঃ-তাদর্থ্যে চতুর্থী।

2.কুণ্ডলায় হিরণ্যম্।

উঃ-তাদর্থ্যে চতুর্থী।

3.রাজা দরিদ্রায় ধনং যচ্ছতি।

উঃ- দানার্থক ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী।

4.হরয়ে রোচতে ভক্তিঃ।

উঃ-রুচ্যর্থক ‘রুচ্’ ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী।

5.অগ্নয়ে স্বাহা।

উঃ-‘স্বাহা’ শব্দের যোগে চতুর্থী।

6.কৃষ্ণায় নমঃ।

উঃ-‘নমঃ’ শব্দযোগে চতুর্থী।

7.যূপায় দারু।

উঃ-তাদর্থ্যে চতুর্থী।

8.বাতায় কোপিলা বিদ্যুৎ।

উঃ-উৎপাতের জ্ঞাপক অর্থে চতুর্থী।

9.শিবায় নমঃ।

উঃ-‘নমঃ’ শব্দযোগে চতুর্থী।

10.শিশবে রোচতে মিষ্টম্।

উঃ-রুচ্যর্থক ‘রুচ্’ ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী।

11.দেব্যৈ নমঃ।

উঃ-‘নমঃ’ শব্দযোগে চতুর্থী।

12.বালকায় রোচতে মিষ্টম্।

উঃ-রুচ্যর্থক ‘রুচ্’ ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী।

13.রাজা ব্রাহ্মণায় গাং দদাতি।

উঃ-দানার্থক ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী।

14.ফলেভ্যঃ উদ্যানং যাতি।

উঃ-‘তুমুন্’ প্রত্যয়ান্ত ক্রিয়া লোপে কর্মে চতুর্থী।

15.প্রদীয়তাং দশরথায় মৈথিলী।

উঃ-দানার্থক ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী।

16.বালিকা পুষ্পেভ্যঃ স্পৃহয়তি।

উঃ-‘স্পৃহ্’ ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী।

17.হারায় সুবর্ণম্।

উঃ-তাদর্থ্যে চতুর্থী।

18.কৃষ্ণায় স্বস্তি।

উঃ-‘স্বস্তি’ শব্দযোগে চতুর্থী।

19.আতপায় ছত্রম্ আনয়।

উঃ-তাদর্থ্যে চতুর্থী।

20.রামঃ শ্যামায় সহস্রং ধারয়তি।

উঃ-‘ধারি’ ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী।

21.পাকায় গচ্ছতি বধূঃ।

উঃ-তুমর্থে চতুর্থী।

22.গ্রামায় গচ্ছতি কৃষকঃ।

উঃ- চেষ্টা বোঝাতে ‘গম্’ ধাতুর প্রয়োগে কর্মে চতুর্থী।

23.রামঃ বনায় প্রতস্থে।

উঃ- চেষ্টা বোঝাতে ‘গমনার্থক ধাতুর প্রয়োগে কর্মে চতুর্থী।

24.নরায় হিতম্।

উঃ-‘হিত’ শব্দযোগে চতুর্থী।

25.বিবাদায় অলম্।

উঃ-‘অলম্’ শব্দযোগে চতুর্থী।

26.ইন্দ্রায় বষট্।

উঃ-‘বষট্’ শব্দযোগে চতুর্থী।

27.সরস্বত্যৈ নমঃ।

উঃ-‘নমঃ’ শব্দযোগে চতুর্থী।

28.দরিদ্রায় ধনং যচ্ছতু।

উঃ-দানার্থক ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী।

29.বালকায় চপেটাং দদাতি।

উঃ-দানার্থক ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী।

30.নৃপঃ ভিক্ষুকায় ভিক্ষাং দদাতি।

উঃ-দানার্থক ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী।

31.বালকায় মোদকঃ রোচতে।

উঃ-‘রুচ্’ ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী।

32.শিশবে মোদকঃ রোচতে।

উঃ-‘রুচ্’ ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী।

33.পুষ্পং কস্মৈ ন রোচতে ?

উঃ-‘রুচ্’ ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী।

34.সংস্কৃতং মে রোচতে।

উঃ-‘রুচ্’ ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী।

35.সাধবে রোচতে ধর্মঃ।

উঃ-‘রুচ্’ ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী।

36.অহং তুভ্যং শতং ধারয়ামি।

উঃ-‘ধারি’ ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী।

37.প্রভুঃ ভৃত্যায় ক্রুধ্যতি।

উঃ-‘ক্রুধ্’ ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী।

38.সঃ মহ্যম্ ঈর্ষতি।

উঃ-‘ঈর্ষ্’ ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী।

39.মুক্তয়ে হরিং ভজতি।

উঃ-তাদর্থ্যে চতুর্থী।

40.রন্ধনায় স্থালী।

উঃ-তাদর্থ্যে চতুর্থী।

41.রোগায় ঔষধম্ আনয়।

উঃ-তাদর্থ্যে চতুর্থী।

42.আতপায় অতিলোহিনী বিদ্যুৎ।

উঃ-উৎপাতের জ্ঞাপক অর্থে চতুর্থী।

43.দুর্ভিক্ষায় বিদ্যুৎ সিতা ভবেৎ।

উঃ-উৎপাতের জ্ঞাপক অর্থে চতুর্থী।

44.যাগায় যাতি।

উঃ-তুমর্থে চতুর্থী।

পঞ্চমী বিভক্তির উদাহরণ

1.কাকেভ্যঃ মোদকং রক্ষ।

উঃ-ত্রাণার্থক ‘রক্ষ্’ ধাতুর প্রয়োগে অপাদানে পঞ্চমী।

2.স প্রাসাদাৎ প্রেক্ষতে।

উঃ-‘ল্যপ্’ লোপে কর্মে পঞ্চমী।

3.গৃহাৎ বহিঃ আগচ্ছ।

উঃ-‘বহিঃ’ শব্দযোগে পঞ্চমী।

4.বৃক্ষাৎ ফলং পততি।

উঃ”ধ্রুবমপায়েহপাদানম্” সূত্রানুসারে অপাদানে পঞ্চমী।

5.পুষ্পাৎ ফলং জায়তে।

উঃ”জনিকর্তুঃ প্রকৃতিঃ” সূত্রানুসারে অপাদানে পঞ্চমী।

6.প্রাসাদাৎ প্রেক্ষতে রাজা।

উঃ- ল্যপ্ লোপে  কর্মে পঞ্চমী।

7.দুঃখাৎ রোদিতি মাতা।

উঃ-হেতু অর্থে পঞ্চমী।

8.মূষিকঃ মার্জারাৎ বিভেতি।

উঃ ভয়ার্থক ‘ভী’ ধাতুর প্রয়োগে অপাদানে পঞ্চমী।

9.বালকঃ ব্যাঘ্রাৎ বিভেতি।

উঃ- ভয়ার্থক ‘ভী’ ধাতুর প্রয়োগে অপাদানে পঞ্চমী।

10.বালকঃ ভয়াৎ কম্পতে।

উঃ-হেতু অর্থে পঞ্চমী।

11.সঃ বৃক্ষাৎ অপতৎ।

উঃ-“ধ্রুবমপায়েহপাদানম্” সূত্রানুসারে অপাদানে পঞ্চমী।

12.মাং বিপদঃ ত্রায়স্ব।

উঃ-ত্রাণার্থক ধাতুর প্রয়োগে অপাদানে পঞ্চমী।

13.অধ্যয়নাৎ পরাজয়তে।

উঃ-‘পরা’ পূর্বক ‘জি’ ধাতুর প্রয়োগে অপাদানে পঞ্চমী।

14.যবেভ্যঃ গাং বারয়তি।

উঃ-বারণার্থক ধাতুর প্রয়োগে অপাদানে পঞ্চমী।

15.অন্নেভ্যঃ কাকং নিবারয়।

উঃ-বারণার্থক ধাতুর প্রয়োগে অপাদানে পঞ্চমী।

16.শিষ্যঃ আচার্যাৎ শৃণোতি।

উঃ-“আখ্যাতোপযোগে” সূত্রানুসারে অপাদানে পঞ্চমী।

17.নটাৎ গাথাং শৃণোতি।

উঃ-“আখ্যাতোপযোগে” সূত্রানুসারে অপাদানে পঞ্চমী।

18.ধর্মাৎ সুখং উৎপদ্যতে।

উঃ-“জনিকর্তুঃ প্রকৃতি:” সূত্রানুসারে অপাদানে পঞ্চমী।

19.বীজাৎ অঙ্কুরঃ জায়তে।

উঃ-“জনিকর্তুঃ প্রকৃতি:” সূত্রানুসারে অপাদানে পঞ্চমী।

20.কামাৎ ক্রোধোহভিজায়তে।

উঃ-“জনিকর্তুঃ প্রকৃতি:” সূত্রানুসারে অপাদানে পঞ্চমী।

21.ধর্মাৎ সুখং ভবতি।

উঃ-“জনিকর্তুঃ প্রকৃতি:” সূত্রানুসারে অপাদানে পঞ্চমী।

22.পুষ্পাৎ ফলং ভবতি।

উঃ-“জনিকর্তুঃ প্রকৃতি:” সূত্রানুসারে অপাদানে পঞ্চমী।

23.আসনাৎ প্রেক্ষতে।

উঃ-‘ল্যপ্’ লোপে অধিকরণে পঞ্চমী।

24.সিংহাসনাৎ পশ্যতি রাজা।

উঃ-‘ল্যপ্’ লোপে অধিকরণে পঞ্চমী।

25.বধূঃ শ্বশুরাৎ লজ্জতে।

উঃ-‘ল্যপ্’ লোপে কর্মে পঞ্চমী।

26.ধনাৎ বিদ্যা গরীয়সী।

উঃ-অপেক্ষার্থে পঞ্চমী।

27.ন চ দৈবাৎ পরং বলম্।

উঃ-অপেক্ষার্থে পঞ্চমী।

28.ভয়াৎ কম্পতে বালিকা।

উঃ-হেতু অর্থে পঞ্চমী।

29.গ্রামাৎ পূর্ব নদী।

উঃ-‘পূর্ব’ শব্দযোগে পঞ্চমী।

30.ভোজনাৎ প্রাক্।

উঃ-‘প্রাক্’ শব্দযোগে পঞ্চমী।

31.বনাৎ আরাৎ নদী প্রবহতি।

উঃ-‘আরাৎ’ শব্দযোগে পঞ্চমী।

32.গ্রামাৎ আরাৎ বনম্।

উঃ-‘আরাৎ’ শব্দযোগে পঞ্চমী।

33.শ্রমাৎ বিনা বিদ্যা ন ভবতি।

উঃ-‘বিনা’ শব্দযোগে পঞ্চমী।

34.বিদ্যায়াঃ বিনা ন সুখম্।

উঃ-‘বিনা’ শব্দযোগে পঞ্চমী।

35.রামঃ শ্যামাৎ উন্নতঃ।

উঃ-অপেক্ষার্থে পঞ্চমী।

36.মার্জারঃ গৃহাৎ বহিঃ তিষ্ঠতি।

উঃ-‘বহিঃ’ শব্দযোগে পঞ্চমী।

37.বালকঃ জনকাৎ বিভেতি।

উঃ-ভয়ার্থক ধাতুর প্রয়োগে অপাদানে পঞ্চমী।

38.ত্রায়তে মহতো ভয়াৎ।

উঃ- ত্রাণার্থক ধাতুর প্রয়োগে অপাদানে পঞ্চমী।

ষষ্ঠী বিভক্তির উদাহরণ

1.বিদ্বান্  সর্বেষাং পূজিতঃ।

উঃ-বর্তমানকালে ‘ক্ত’ প্রত্যয়ের প্রয়োগে কর্তায় ষষ্ঠী।

2.ইদং জগৎ কৃষ্ণস্য কৃতিঃ।

উঃ-কৃৎপ্রত্যয়ের প্রয়োগে কর্তায় ষষ্ঠী।

3.অল্পস্য হেতোঃ বহু মা ত্যজঃ।

উঃ-হেতু যোগে ষষ্ঠী।

4.মুনিঃ ফলানাং তৃপ্তঃ।

উঃ-তৃপ্ত্যর্থক ধাতুর প্রয়োগে করণে ষষ্ঠী।

5.কবীনাং কালিদাসঃ শ্রেষ্ঠঃ।

উঃ- নির্ধারণে ষষ্ঠী।

6.ক্রন্দতঃ পুত্রস্য মাতা জগাম।

উঃ- অনাদরে ষষ্ঠী।

 7.কোকিলানাং স্বরো রূপম্।

উঃ-সম্বন্ধে ষষ্ঠী।

8.নারীণাং ভূষণং পতিঃ।

উঃ-সম্বন্ধে ষষ্ঠী।

9.শিশোঃ শয়নম্।

উঃ-কৃৎপ্রত্যয়ের প্রয়োগে কর্তায় ষষ্ঠী।

10.সূর্যস্য উদয়ঃ।

উঃ-কৃৎপ্রত্যয়ের প্রয়োগে কর্তায় ষষ্ঠী।

11.তস্য লেখনং সুন্দরম্ অস্তি।

উঃ-কৃৎপ্রত্যয়ের প্রয়োগে কর্তায়ষ ষ্ঠী।

12.দুগ্ধস্য পানম্।

উঃ-কৃৎপ্রত্যয়ের প্রয়োগে কর্মে ষষ্ঠী।

13.মাতুঃ স্মরতি পুত্রঃ।

উঃ-স্মরণার্থক ধাতুর প্রয়োগে কর্মে ষষ্ঠী।

14.রুদতঃ পুত্রস্য মাতা জগাম।

উঃ-অনাদরে ষষ্ঠী।

15.মাতুঃ তুলা স্নেহময়ী নাস্তি।

উঃ-‘তুলা’ শব্দযোগে ষষ্ঠী।

16.কৃষ্ণস্য তুলা নাস্তি।

উঃ-‘তুলা’ শব্দযোগে ষষ্ঠী।

17.ভয়স্য হেতোঃ কম্পতে।

উঃ-হেতু যোগে ষষ্ঠী।

18.নদ্যাঃ উত্তরেণ বনম্ অস্তি।

উঃ-এনপ্ প্রত্যয়ান্ত শব্দের যোগে ষষ্ঠী।

19.গৃহস্য দক্ষিণেন উদ্যানম্।

উঃ-এনপ্ প্রত্যয়ান্ত শব্দের যোগে ষষ্ঠী।

20.রাজা দরিদ্রস্য দয়তে।

উঃ-‘দয়্’ ধাতুর প্রয়োগে কর্মে ষষ্ঠী।

21.অগ্নি: কাষ্ঠানাং ন তৃপ্যতি।

উঃ-তৃপ্ত্যর্থক ধাতুর প্রয়োগে করণে ষষ্ঠী।

22.অপাং হি তৃপ্তায় ন বারিধারা।

উঃ-তৃপ্ত্যর্থক ধাতুর প্রয়োগে করণে ষষ্ঠী।

 23.গবাং কৃষ্ণা বহুক্ষীরা।

উঃ-নির্ধারণে ষষ্ঠী।

24.জগতঃ কর্তা ঈশ্বরঃ।

উঃ-কৃৎপ্রত্যয়ের প্রয়োগে কর্তায় ষষ্ঠী।

25.কালিদাসস্য কৃতি মেঘদূতম্।

উঃ-কৃৎপ্রত্যয়ের প্রয়োগে কর্তায় ষষ্ঠী।

26.নদীনাং গঙ্গা শ্রেষ্ঠা।

উঃ-নির্ধারণে ষষ্ঠী।

সপ্তমী বিভক্তির উদাহরণ

1.চর্মণি দ্বীপিনং হন্তি।

উঃ-নিমিত্তার্থে সপ্তমী।

2.কেশেষু চমরীং হন্তি।

উঃ-নিমিত্তার্থে সপ্তমী।

3.রুদতি পুত্রে মাতা জগাম।

উঃ- অনাদরে সপ্তমী।

4.বনে উপবসতি সাধুঃ।

উঃ- উপবাস অর্থে অধিকরণে সপ্তমী।

5.বিদ্যায়াম্ অনুরাগঃ।

উঃ-“আধারোহধিকরণম্” সূত্রানুসারে অধিকরণে সপ্তমী।

6.সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে।

উঃ-ভাবে সপ্তমী।

7.বনে বসতি ব্যাঘ্রঃ।

উঃ-“আধারোহধিকরণম্” সূত্রানুসারে অধিকরণে সপ্তমী।

8.সমাগতে বসন্তে কোকিলাঃ কূজন্তি।

উঃ-ভাবে সপ্তমী।

9.সূর্যে অস্তমিতে বিহগাঃ কুলায়ং প্রত্যাগচ্ছন্তি।

উঃ-ভাবে সপ্তমী।

10.কবিষু কালিদাসঃ শ্রেষ্ঠঃ।

উঃ-নির্ধারণে সপ্তমী।

11.গোষু  কৃষ্ণা বহুক্ষীরা।

উঃ-নির্ধারণে সপ্তমী।

12.পর্বতেষু হিমালয়ঃ।

উঃ-নির্ধারণে সপ্তমী।

13.দন্তয়োঃ হন্তি কুঞ্জরম্।

উঃ-নিমিত্তার্থে সপ্তমী।

14.করে ধৃত্বা স মাং প্রাহ।

উঃ-অবচ্ছেদে সপ্তমী।

15.কেশেষু গৃহীতা কৃষ্ণা।

উঃ-অবচ্ছেদে সপ্তমী।

16.রুদতি পুত্রে পিতা গৃহং ত্যজতি।

উঃ-অনাদরে সপ্তমী।

17.বালকঃ অঙ্গনে ক্রীড়তি।

উঃ-“আধারোহধিকরণম্” সূত্রানুসারে অধিকরণে সপ্তমী।

18.হরিঃ বৈকুণ্ঠে বসতি।

উঃ-“আধারোহধিকরণম্” সূত্রানুসারে অধিকরণে সপ্তমী।

19. স সাহিত্যে সাধুঃ।

উঃ-‘সাধুঃ’ শব্দের যোগে সপ্তমী।

20.বিহগেষু বায়সঃ ধূর্তঃ।

উঃ-নির্ধারণে সপ্তমী।

21.বিদ্যাসু কলাবিদ্যা শ্রেষ্ঠা।

উঃ-নির্ধারণে সপ্তমী।

22.ফলেষু আম্রং শ্রেষ্ঠম্।

উঃ-নির্ধারণে সপ্তমী।

23.গচ্ছৎসু ধাবন্ শীঘ্রতমঃ।

উঃ-নির্ধারণে সপ্তমী।

24.মনুষ্যেষু ক্ষত্রিয়ঃ শূরতমঃ।

উঃ-নির্ধারণে সপ্তমী।

HS SANSKRIT 2022 TEST EXAM SUGGESTION WITH QUESTION PATTERN

Comments