1.অলিপর্বা কটি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো?
Ans- অলিপর্বা তিনটি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো।
2.’ আলিবাবা ও চল্লিশ চোর ‘ গল্পটি কে সংস্কৃত ভাষায় অনুবাদ করেন?
Ans- ‘আলিবাবা ও চল্লিশ চোর’ গল্পটি শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক সংস্কৃত ভাষায় অনুবাদ করেন।
3. “বিপিনং ব্রজতি” ‘বিপিন’ শব্দের অর্থ কি?
Ans- ‘বিপিন’ শব্দের অর্থ হল বন।
4.অলিপর্বার গণনা অনুসারে কতজন চোর ছিল?
Ans- অলিপর্বার গণনা অনুসারে চল্লিশ চোর ছিল।
5.অলিপর্বার কয়টি গাধা?
Ans- অলিপর্বার তিনটি গাধা।
6. “কিং ময়া প্রোক্তেন পূর্বপদ্যেন দ্বারমিদং বিঘটেত?” কে বলেছেন?
Ans- প্রশ্নোদ্ধৃত উক্তিটি বলেছেন অলিপর্বা।
7.তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখ?
Ans- আমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ হলো রাসভ, গর্দভ।
8.’উটজ’ এর অর্থ কি?
Ans- ‘উটজ’এর অর্থ কুটির।
9.’বনগতাগুহা’ গদ্যটিতে কোন দেশের কথা বলা হয়েছে?
Ans- ‘বনগতাগুহা’ গদ্যটিতে পারস্য দেশের কথা বলা হয়েছে।
11. চোরেরা গুহার দরজা খোলার জন্য কি বলতো?
Ans- চোরেরা গুহার দরজা খোলার জন্য দরজা খোলার মন্ত্র বলতো।
12.স্কন্দরাজ কে?
Ans- স্কন্দরাজ হলেন চৌর্য বিদ্যার গুরু।
13 “মহতা কষ্টেন পুপোষ” এখানে ‘পুপোষ’ কথার অর্থ কি?
Ans- এখানে ‘পুপোষ’কথার অর্থ হল পালন করা।
14.”তস্য দূরাসদং নাসীৎ”এখানে কার কথা বলা হয়েছে?
Ans- এখানে কশ্যপের কথা বলা হয়েছে।
15.অলিপর্রবা সংগ্রহ করার কাঠ বহন করার জন্য কয়টি গাধা ছিল?
Ans- অলিপর্বার সংগ্রহ করার কাঠ বহন করার জন্য তিনটি গাধা ছিল।
Discussion about this post